Copyright 2022 © Institute of Science Trade & Technology
Admission Eligibility
Tuition Fees
Online/Offline Admission
মো: মোরশেদ আলম
অধ্যক্ষ (সাবেক অতিরিক্ত সচিব)
ইনস্টিটিউট অব সাইন্স ট্রেড এন্ড টেকনোলজি
শিক্ষালাভের সুযোগ তৈরী করে দেয়া রাষ্ট্রের একটি অঙ্গিকার। একটি জাতির সভ্যতা ও উন্নতি পরিমাপের মানদন্ড হল সে জাতি কতটা শিক্ষিত। ব্যাপকভাবে রাষ্ট্রীয় এ অঙ্গিকার বাস্তবায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় জনগণের শিক্ষালাভের অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই অধীনস্ত প্রতিষ্ঠান হিসেবে আইএসটিটি সে মহান প্রচেষ্টার অংশীদার। বিগত বছর গুলোতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, ব্যবসায় প্রশাসন ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্তাতকোত্তর পর্যায়ের পাঠদানের মাধ্যমে আইএসটিটি যুগোপযোগী শিক্ষা বিস্তার করে আসছে। এর অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তাদের নিরলস প্রচেষ্টায় সফলতার সাথে পাঠদান কার্যক্রম চালিয়ে আসছেন। যার ফলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এ প্রতিষ্ঠান একটি উল্লেখযোগ্য অবস্থায় উন্নীত হতে সক্ষম হয়েছে। মিরপুরে একটি শান্ত প্রাকৃতিক পরিবেশে নিজস্ব ক্যাম্পাসে এর কার্যক্রম চালু আছে। শুধু শ্রেনীকক্ষ নির্ভর পাঠদান নয় বরং দক্ষ মানব সম্পদে উন্নত নৈতিক আদর্শে বলীয়ান সুনাগরিক তৈরী আমাদের অঙ্গিকার।
College Code: National University- 6471, BTEB- 50051
Permanent Campus: Plot: 1/9, Road: 2, Block: D, Section: 15, Mirpur, Dhaka-1216, Bangladesh (13 No Notun Bazar)
Copyright 2022 © Institute of Science Trade & Technology